পূর্বে চরিগ্রাম, সিংগাইর সদর ইউনিয়ন, পশ্চিমে পুটাইল ইউনিয়ন, দক্ষিনে জামশা ইউনিয়ন,হাটিপাড়া ইউনিয়ন, উত্তরে বায়রা ইউনিয়ন ও সিংগাইর পৌরসভা অবস্থিত। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ০৪নং বলধারা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৩০.৩১ (বর্গ কিঃ মিঃ) প্রায়
গ) লোকসংখ্যা –৩০৮৪৬ জন (জনশুমারী ও গৃহ গণনা-২০২১)
ঘ) গ্রামের সংখ্যা –২৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৯ টি (আর এস জরিপ অনুযায়ী)।
চ) হাট/বাজার সংখ্যা -৪ টি।
হাট/বাজারের নামঃ
০১। খোলাপাড়া
০২।ছোট কালিয়াকৈর
০৩। গোলাইডাঙ্গা
০৪। বাঙ্গালা
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মোটরসাইকেল/সিএনজি/ অটো বাইক/ রিক্সা
জ) শিক্ষার হার – ৭৪%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৪ টি,
১. নূর মহসীন বিদ্যায়তন পারিল
২. গোলাইডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়
৩. নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়
৪. কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা- ১ টি।
১. কালিয়াকৈর দাখিল মাদ্রাসা
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ আব্দুল মাজেদ খান
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ২ ।
ঠ) ইউপি কমপ্লেক্স ভবন স্থাপন কাল – ২০০৩ ইং।
ক্রমিক নং
ওয়াড নং |
গ্রাম সমূহের নাম |
১ |
গোলাইডাঙ্গা ,দক্ষিণ গোলাইডাঙ্গা,উত্তর গোলাইডাঙ্গা ,পারিল নলগোলা , পারিল খোয়ামুরী |
২ |
পারিল নওয়াধা ,জৈল্যা |
৩ |
রফিক নগর, উত্তর পারিল, বেরুন্ডী, বড়বাকা, খোলাপাড়া, তেলিখোলা, |
৪ |
রামকান্তপুর, গুজুরিয়া, |
৫ |
বলধারা ,দক্ষিণ বলধারা,চরমগড়া |
৬ |
মানিকদহ, আটকুড়িয়া |
৭ |
ছোট কালিয়াকৈর, ছোট কালিয়াকৈর ঢালার পাড় |
৮ |
ব্রী কালিয়াকৈর, নয়াপাড়া |
৯ |
বাংগালা, নবগ্রাম, কাস্তা |
ণ) ইউনিয়ন পরিষদ জনবল
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।
২) ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা- ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৮ জন।
৪) উদ্দোক্তা পরিচালক – ০২ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস