Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বলধারা ইউনিয়ন পরিষদ

পূর্বে চরিগ্রাম, সিংগাইর সদর ইউনিয়ন, পশ্চিমে পুটাইল ইউনিয়ন, দক্ষিনে জামশা ইউনিয়ন, উত্তরে বায়রা ইউনিয়ন ও সিংগাইর পৌরসভা অবস্থিত। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

 

ক) নাম – ০৪নং বলধারা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৩০.৩১ (বর্গ কিঃ মিঃ) প্রায়

গ) লোকসংখ্যা –২৯০৮৫ জন (আদশ শুমারী২০১১)

ঘ) গ্রামের সংখ্যা –২৯ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৯ টি (আর এস জরিপ অনুযায়ী)।

 

চ) হাট/বাজার সংখ্যা -৪ টি।

হাট/বাজারের নামঃ

০১। খোলাপাড়া

০২।ছোট কালিয়াকৈর

০৩। গোলাইডাঙ্গা

০৪। বাঙ্গালা

 

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – নছিমন/মেক্সী/ অটো বাইক/ রিক্সা

 

জ) শিক্ষার হার – ৭৪%।

 

সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি,

 

উচ্চ বিদ্যালয়ঃ ৪ টি,

 

১. নূর মহসীন বিদ্যায়তন পারিল

২. গোলাইডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়

৩. নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়

৪. কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়

 

মাদ্রাসা- ১ টি।

 

১. কালিয়াকৈর দাখিল মাদ্রাসা

 

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ আব্দুল মাজেদ খান

 

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।

 

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ২ ।

ঠ) ইউপি কমপ্লেক্স ভবন স্থাপন কাল – ২০০৩ ইং।

ক্রমিক নং

ওয়াড  নং

গ্রাম সমূহের নাম

 

গোলাইডাঙ্গা ,দক্ষিন গোলাইডাঙ্গা.উত্তর গোলাইডাঙ্গা ,নলগোলা , খোয়ামুরী

পারিল নওয়াধা ,জৈল্যা

রফিক নগর,  উত্তর পারিল, বেরুন্ডী, বড়বাকা,  খোলাপাড়া, তেলিখোলা, গুজুরিয়া

রামকান্তপুর

বলধারা ,দক্ষিন বলধারা. চরমগড়া

মানিকদহ, আটকুরিয়া

 ছোট কালিয়াকৈর, রসুলপুর

 বড় কালিয়াকৈর,  নয়াপাড়া

 বাংগালা, নবগ্রাম, কাস্তা

 ণ) ইউনিয়ন পরিষদ জনবল

– ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।

৪) উদ্দোক্তা পরিচালক – ০২ জন

ছবি

 

সংযুক্তি